আগে মানুষ নতুন বাড়িতে রাজকীয় আমেজ আনতে বাহারি নকশার ফার্নিচার দিয়ে ঘর সাজাতো। কিন্তু সময়ের সাথে ব্যবহারবিধি ও রুচির ব্যাপক পরিবর্তন এসেছে। যে কারণে কম্ফোর্টেবল ডিজাইনের ধারণা জনপ্রিয়তা পেয়েছে। আর এই ডিজাইনে মিনিমালিস্ট মডার্ন ফার্নিচার দিয়ে বেশি সুন্দরভাবে ঘর সাজানো যায়। আজকে আমরা বলবো কেন এরকম আধুনিক আইডিয়ার ডিজাইন বেশি কমফোর্টেবল হয় এবং কিভাবে এসব ফার্নিচার দিয়ে লিভিং রুম, বেড রুম ও ডাইনিং রুম সাজাতে পারবেন।
আধুনিক ডিজাইনের ফার্নিচার কেন বেশি কম্ফোর্টেবল?
আধুনিক ফার্নিচার সাধারণত চারকোণা ও গোলাকৃতির হয়ে থাকে। বেশিরভাগ ফার্নিচারই ফ্লাট সারফেসের হয়, তাই দেখতে খুব স্মুথ মনে হবে। যারা অল্প স্পেসেও খুব গোছালো ভাবে থাকতে চান তাদের জন্য ডিজাইনগুলো পারফেক্ট। আবার অনেক ফার্নিচার মডুলার হবার কারণে বেশি করে ফাংশনালিটিও অ্যাড করা যায়। সব মিলিয়ে এই বৈশিষ্ট্যগুলোই আধুনিক ফার্নিচারকে বেশি গ্রহণযোগ্য করে তুলেছে।
আধুনিক ডিজাইনের ফার্নিচারের মূল আকর্ষণঃ
- চারকোণা শেপের কারণে আধুনিক ফার্নিচার পরিবহন ও পরিষ্কার করতে সুবিধা হয়।
- অতিরিক্ত স্টোরেজ সুবিধার জন্য একাধিক ফার্নিচার না কিনেও একই উপকার পাওয়া যায়।
- লিকুইর ও এন্টি লিকুইর ফিনিশ থাকার কারণে ফার্নিচার ব্যবহার করে বেশ আরাম পাওয়া যায়।
কিভাবে আধুনিক ফার্নিচার দিয়ে বিভিন্ন রুম ডিজাইন করবেন?
আধুনিক ফার্নিচার দেখতে সহজ ও সাধারণ মনে হলেও বেশ সূক্ষ্মভাবে ইঞ্জিনিয়ারিং করা লাগে। যেকারণে হাতিল-এর মত বড় ফার্নিচার ব্র্যান্ডই তাদের ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে আধুনিক সোফা, বেড ও চেয়ার ডিজাইন এর পাশাপাশি অন্য সকল কিছু বানাতে পারে। কিন্তু শুধু ফার্নিচার কিনলেই হবেনা। আপনাকে অবশ্যই প্রত্যেকটি রুমের জন্য এরকম আধুনিক ফার্নিচারের কম্বিনেশন তৈরি করতে হবে। চলুন লিভিং, বেড ও ডাইনিং রুমে কি কি ফার্নিচারের কম্বিনেশন হতে পারে দেখে নিই—
- লিভিং রুমের জন্য কম্ফোর্টেবল ফার্নিচার ডিজাইন
লিভিং রুমের প্রধান আকর্ষণ হলো বসার ফার্নিচার ও শেলফ। বাসার স্পেস অনুযায়ী টু বা থ্রী সীটার সোফা সেট করলে হাটাচলার বেশ জায়গা থাকবে। সোফার সামনে সেন্টার টেবিল রেখে দরকারি কাজ করে নিতে পারবেন। এছাড়া অল্প স্পেসে বেশি বসার জায়গা দরকার হলে বিভিন্ন ডিজাইনের মধ্য থেকে বাছাই করে স্টাইলিশ রকিং বা সুইভেল চেয়ার রাখতে পারেন।
এরপরেই যে জিনিসটা আসে তা হলো টিভি কেবিনেট। বেশ কিছু কম্পার্টমেন্টসহ টিভি কেবিনেট নিবেন এবং ঘরের কোণায় একটা শেলফ সেট করে বিভিন্ন ছবি, শো পিস ও নিজের অ্যাচিভমেন্টস রাখতে পারেন।
- ডাইনিং রুমের জন্য কম্ফোর্টেবল ফার্নিচার ডিজাইন
ডাইনিং রুমের প্রধান আকর্ষণ ডাইনিং চেয়ার টেবিল সেট। রুমের সাইজের উপর ভিত্তি করে ২, ৪ বা ৬ জন বসার উপযোগী সেট নিতে হবে। সেট ছাড়াও আলাদাভাবে টেবিল ও চেয়ার কিনে নিতে পারবেন। এভাবে বসার ব্যবস্থা হবার পর খাবারের জিনিসপত্র রাখার জন্য ডিনার ওয়াগন বা শোকেস নিতে হবে।
একটু বিলাসবহুল স্টাইলে ডাইনিং রুম সাজাতে সবকিছুর সাথে মিনি কেবিনেট সেট করা যায়। আর খাবার আনা নেওয়া করার জন্য ট্রলি রাখলে অতিথিরা বেশ অভিভূত হবে। অনেকে ছোট এপার্টমেন্ট সুন্দরভাবে সাজাতে বড় কিছু না নিয়ে কেবিনেট আর ক্যাফেটেরিয়ার উপযোগী টেবিল চেয়ার কিনে থাকে।
- বেডরুমের জন্য কম্ফোর্টেবল ফার্নিচার ডিজাইন
কিং বা কু্ইন সাইজের বেডই বেডরুমের মূখ্য ফার্নিচার নয়। বেডরুমে কম্ফোর্ট পাবার জন্য প্রয়োজন বেডের সাথে অন্যান্য কাজ সহজ করবে এরকম ফার্নিচার। যেমনঃ কাপড় রাখার জন্য ওয়ারড্রোব, সাজসজ্জার জন্য ড্রেসিং টেবিল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে বেড সাইড টেবিল সেট করলে বেডরুম পূর্ণতা পাবে।
বড় বাসা হলে আলমিরা ও কর্ণার শেলফ রেখে বেডরুমকে ফিল আপ করে ফেলতে পারবেন। কিন্তু ছোট বাসা হলে শুধুমাত্র বেশি দরকারি ফার্নিচারগুলোর কম্বিনেশন করেই কম্ফোর্টেবল ইউজার এক্সপেরিয়েন্স আনতে পারবেন।
কিচেনকে কিভাবে আধুনিক ধারণার ফার্নিচার সেট করা যায়?
একটা সময় কিচেন বাসার ভিতরকার দিকের অংশ ছিল, তাই এর ডিজাইনে মনোযোগ দেওয়া হতো না। কিন্তু এখন সময় পাল্টেছে। প্রায়সময় ডাইনিং রুমের পাশেই ওপেন কিচেন দেখা যায়। আবার কিছু কিচেন তো রেস্টুরেন্টের মত ডাবল সাইডেড হয়ে থাকে। তাই কিচেনের সৌন্দর্য রক্ষা করাও আধুনিক বাড়ির ডিজাইনের অংশ। আর এই কাজে প্রথমেই আসবে মডুলার কেবিনেটের মাধ্যমে কিচেন কেবিনেটের ডিজাইন।
কেবিনেটগুলো মূলত ছোট ছোট অনেকগুলো কেবিনেটের কম্বিনেশন হয়ে থাকে। এগুলো নিচে ও উপরে সবখানেই সেট করা যায়। ফার্নিচার ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো এসব কেবিনেট পার স্কয়ার ফিটের হিসেবে বিক্রি করে থাকে।
বানানো নাকি কেনা? আধুনিক ডিজাইনের ক্ষেত্রে কিসে সুবিধা বেশি?
আধুনিক ডিজাইন তৈরি করতে যে শ্রম ও সৃজনশীলতার প্রয়োজন সেটা সাধারণত লোকাল মার্কেটে দেখা যায় না। যেসকল শপ কাস্টম ফার্নিচার ডিজাইন করে তাদের মেশিনারিজ ও শ্রমের মূল্য তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। আবার ছোটখাট শপ থেকে করাতে গেলে ডেলিভারি পেতে বেশ দেরিও হয়। তাই হাতিলের মত ফ্যাক্টরিতে বানানো রেডিমেড তৈরি ফার্নিচার কিনলে সাধ্যের মধ্যে সেরা মানের জিনিসগুলি দিয়েই ঘর সাজাতে পারবেন।
পরিশেষ
সবশেষে এটাই বলা যায় যে, ফার্নিচারের ডিজাইন একজন ব্যক্তির ভাবগাম্ভীর্য ও রুচিকে প্রকাশ করে। তাই বর্তমান সময়ের সাথে মিল রেখে আধুনিক ও কম্ফোর্টেবল ফার্নিচার ডিজাইন আইডিয়া অনুসরণ করা উচিৎ। এমনিতেই এখনকার বাসা বাড়ির ডিজাইন খুব মডার্ন ডুপ্লেক্স স্টাইলে হয়ে থাকে। তাই সঠিকভাবে ফার্নিচারকে বাসার সাথে ব্লেন্ড করতে আধুনিক ফার্নিচার ডিজাইনের কোনো বিকল্প নেই।
ফার্নিচার নিয়ে কিছু বহুল আলোচিত প্রশ্নোত্তরঃ
আধুনিক কনসেপ্টের ফার্নিচার কি টেকসই হয়?
আধুনিক কনসেপ্টের ফার্নিচারগুলো সঠিক মিজারমেন্টের মাধ্যমে অটোমেটেড মেশিনে তৈরি করা হয়। তাই সাধারণ ফার্নিচারের চেয়ে এর ইঞ্জিনিয়ারিং ভাল হয়ে থাকে। যার ফলে ট্রাডিশনাল ফার্নিচার থেকে অনেক বেশি টেকসই হবে।
চেয়ার ডিজাইন ভালো কিনা কিভাবে বুঝতে হবে?
চেয়ারের ডিজাইন যাচাই করতে প্রথমে এর উচ্চতা ও প্রস্থ দেখতে হবে। এমন চেয়ার নিতে হবে যাতে মেরুদন্ড সোজা রেখে বসা যায়। বেশি কম্ফোর্ট চাইলে ফোম লাগানো আছে এরকম চেয়ার নিতে হবে।
কম্ফোর্টেবল ডিজাইন কি শুধু আবাসিকের মধ্যে সীমাবদ্ধ?
না, ফার্নিচারের ক্ষেত্রে যেকোনো প্লেসে কম্ফোর্টেবল ডিজাইন হতে পারে। আপনি চাইলে অফিস, রেস্টুরেন্ট, ব্যাংক-সহ সবকিছুতেই আধুনিক ফার্নিচার দিয়ে সুন্দর ইনটেরিয়র ডিজাইন করতে পারেন। কর্পোরেট স্পেস সাজাতে কিছু বিশেষ ধরনের লবি টেবিল, ক্যাফে টেবিল, ফাইল র্যাক ইত্যাদি রয়েছে।