সেরা ইসলামিক উক্তি | Best Islamic Quotes Bangla

By Adittaw Saha

Updated on:

আমরা অনেকেই প্রতিদিনের জীবনে অনুপ্রেরণা খুঁজে থাকি ইসলামিক উক্তির মাধ্যমে। ইসলামিক শিক্ষামূলক বাণী আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে এবং ইসলামের মহান আদর্শ অনুসরণে উৎসাহিত করে। একজন মুসলিম হিসেবে, ইসলামের জ্ঞান ও পবিত্র বাণী ছড়িয়ে দেওয়া আমাদের অন্যতম দায়িত্ব। তবে ব্যস্ত জীবনের চাপে অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না। তাই, এই ব্লগ পোস্টে আমরা সংগ্রহ করেছি সেরা ইসলামিক উক্তি, যা আপনার হৃদয়ে ছোঁয়া দেবে এবং প্রতিদিনের জীবনে নতুন ভাবনা যোগ করবে। পোস্টটিতে আপনি পাবেন, ইসলামের মূল্যবোধ, ঈমানের শক্তি, এবং নবীজীর হাদিস থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ উক্তি যা ফেসবুক, ইনস্টাগ্রাম, বা যেকোনো সামাজিক মাধ্যমে শেয়ার করে আপনি সহজেই ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারবেন।

সেরা ইসলামিক উক্তি

কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা’আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন। – [ড. বিলাল ফিলিপ্স]

অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মত ভাবে। – [হযরত আলী (রা.)]

জ্ঞানী হও অহংকারী হয়ো না ইবাদত কর তবে লোভ দেখানোর উদ্দেশ্যে করো না। – [ইমাম ইবনে তাইমিয়া (র.)]

কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা। – [লুকমান (আ.)]

নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। – [ড. বিলাল ফিলিপ্স]

“অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তাঁর মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।”

আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। – [ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)]

যে পবিত্র থাকতে চাই আল্লাহ তাকে পবিত্র রাখেন। – [সহীহ বুখারী]

রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।

আল্লাহ’র ভয়ে তুমি যা সব কিছু ছেড়ে দেবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে আরো উত্তম কিছু অবশ্যই দান করবেন।

দুনিয়ার জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত অন্য কিছু নয়, পরকালের জীবনের মুমিনদের জন্য শ্রেষ্ঠ। – [আল কোরআন]

আপনি যদি চান আল্লাহ্ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন। – [ড. বিলাল ফিলিপ্স]

তুমি যাকে ভালোবাসো, হাশরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। – [হযরত মুহাম্মদ (সা.)]

যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন। – [ড. বিলাল ফিলিপ্স]

যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই। – [ড. বিলাল ফিলিপ্স]

বুদ্ধিমানও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গে কামনা করো না। – [হযরত আলী (রা.)]

যখন আপনি কুরআন তিলাওয়াত করেন, তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন। – [ইমাম ইবনুল কায়্যিম (রহ.)]

নিশ্চয়ই আল্লাহ তা’আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। – [ড. বিলাল ফিলিপ্স]

যে বিষয়ে মনে খটকা লাগে, সে বিষয়টা যতোটা সম্ভব এড়িয়ে চলুন। – [ড. বিলাল ফিলিপ্স]

যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোন পথে আমার বিপথ নয়। – [কাজী নজরুল ইসলাম]

আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। – [ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)]

Islamic Quotes

এমন কারো সঙ্গী হোন, যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। – [ড. বিলাল ফিলিপ্স]

হালাল রুজি অন্বেষণ করা ফরজ ইবাদতের উপর সবচাইতে বড় ফরজ। – [আল হাদিস]

যে পবিত্র থাকতে চাই আল্লাহ তাকে পবিত্র রাখেন। – [সহীহ বুখারী]

যে তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্য কেউ উপদেশ দিওনা। – [হযরত আলী (রা.)]

অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তাঁর মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।

আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়। -[ড. বিলাল ফিলিপ্স]

কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান, সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।

ইসলাম বলে, বিশ্ব ভ্রাতৃত্বের কথা, এমন এক পৃথিবী যেখানে সকল দেশের, সকল বর্ণের মানুষেরা একে অপরের ভাই ভাই।

পুণ্য অর্জন করার চেয়ে পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।

আমি যাকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিয়েছি, তারা আমার ঠিক ততটুকুই ক্ষতি করেছে।

সর্বশক্তিমান কখনোই ঐ ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন। -[শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]

আলহামদুলিল্লাহ! আমরা কতই না ভাগ্যবান, ইসলাম আমাদের ধর্ম এবং ইতিহাসে শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা।

আমরা মানুষ কতই না বোকা, দুনিয়ার লাভের আশায় পরকালের সুখ থেকে বঞ্চিত হই।

মনে রাখবেন: ইসলাম বিজয়ী হবেই হবে। আপনাকে সহ কিংবা আপনাকে ছাড়া। কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন না, ইসলামকে ছাড়া।

আমাদের জীবনে করা বড় ভুল কখনও কখনও আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে। -[শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]

রমজান হল জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাওয়া যায়।

আল্লাহ আমাদের সবাইকে, পরবর্তী শুক্রবারের জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিন।

“গুনাহের সাগর আমাকে নিমজ্জিত করে নিয়েছে। ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তবুও আমি আল্লাহর রহমতের আশাবাদী।”

আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত কিন্তু নিশ্চিত মৃত্যু নিয়ে ততটা চিন্তা করি না।

সন্ত্রাসবাদ কখনোই কোন ধর্মীয় অধিকার নয়। আর ইসলাম সবসময়ই সাধারণ মানুষ হত্যাকে ঘৃণা করে। তাই কেউ চাইলেই এসব হত্যাকান্ডকে ইসলামাইজ করতে পারে না। -[ডা. জাকির নায়িক]

প্রকৃত ঈমানদারের হাত ও মুখ থেকে সবাই নিরাপদ।

মানুষের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারে একমাত্র ইসলামের বানী।

“কখনো কখনো আল্লাহ তা’আলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যাতে আমরা তাকে স্মরণ করি।”

রুমি বলেন, আপনি যা চান, সেটা আপনার মাঝেই আছে। কিন্তু আপনি ভুল জায়গায় খোজ করছেন।

মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন৷ তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন৷ তাদের সাথে ধৈর্যশীল হোন৷ পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালটা দেখুন৷ – [শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]

পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে: বার্ধক্যের পূর্বে যৌবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে। – [আল হাদিস]

আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়। – [ড. বিলাল ফিলিপ্স]

আমাদের জীবনে করা বড় ভুল কখনও কখনও আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে। – [শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]

ইসলামিক স্ট্যাটাস ২০২৪

সন্ত্রাসবাদ কখনোই কোন ধর্মীয় অধিকার নয়। আর ইসলাম সবসময়ই সাধারণ মানুষ হত্যাকে ঘৃণা করে। তাই কেউ চাইলেই এসব হত্যাকান্ডকে ইসলামাইজ করতে পারে না। – [ডা. জাকির নায়িক]

নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। – [আল কুরআন]

হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। – [আল কোরআন]

সর্বশক্তিমান কখনোই ঐ ব্যক্তির ভুল প্রকাশ করবেন না, যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন। – [শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]

নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। – [আল কোরআন]

মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন৷ তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন৷ তাদের সাথে ধৈর্যশীল হোন৷ পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালটা দেখুন। – [শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]

অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না। কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়। – [ড. বিলাল ফিলিপ্স]

নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি, এবং ফসলের বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। – [আল-কোরআন]

সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। – [আল হাদিস]

আপনি যদি চান আল্লাহ্ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন। – [ড. বিলাল ফিলিপ্স]

কখনও কখনও দুঃখের দ্বারা আমরা এমনভাবে দগ্ধ হই যে, আমরা ভুলে যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে। কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন। – [শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]

দ্বীন ও দুনিয়া একসাথে অর্জন করতে কুরআন ও সুন্নাহ্ ব্যতীত অন্য কোন পথ নেই। যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে। – [ড. বিলাল ফিলিপ্স]

আপনার করা পাপগুলো মহান আল্লাহর দয়া থেকে বড় নয়। – [ড. বিলাল ফিলিপস]

যখন আপনি কুরআন তিলাওয়াত করেন, তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন। – [ইমাম ইবনুল কায়্যিম (রহ.)]

শত লোক বিপদে পড়লে আবার উঠে আসে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত যায়।

রাসূল (সাঃ) এর বাণী হল হাদীস, এটি কুরআনের আলোকে জীবনের চলার সকল পথ দেখিয়ে দেয়।

কি হবে পৃথিবীতে এত সম্পদ জমিয়ে, সাথে যাবে শুধু আমল।

আমাদের ইলম অর্জন করতে হবে, কেননা জ্ঞানই আমাদের মূর্খতার পথ থেকে আলোর পথে নিয়ে আসে।

আমাদের নসিব যদিও পূর্ব নির্ধারিত, তথপি দোয়ার মাধ্যমেই নসিবকে পরিবর্তন করা যায়।

ভণ্ডামির চূড়ান্ত নমুনা, “নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে”।

পাপাচার থেকে যে নিজেকে দূরে রাখে, দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে সে কামিয়াবি লাভ করবে।

“একমাত্র কুরআনই হল মানুষের সেরা পথনির্দেশক। যা রাব্বুল আলামিনের নির্দেশাবলী, যা কিনা মানুষের জীবনকে সুন্দর ও সফল করে তোলে।”

সৎপথে উপার্জন আপনাকে যে সফলতা আর শান্তি দিবে, তা এই পৃথিবীর কেউ দিতে পারবে না।

আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকীত্ব অনুভব করে না। – [উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)]

দুনিয়াতে ধর্মের পরিবার থাকতে, আল্লাহ্‌ তায়ালা আমাদের মুসলিম ঘরে পাঠিয়েছেন। তাই আলহামদুলিল্লাহ্‌।

তারা আমাদের ভাই-বোনদের মৃত্যুর ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চায়, অথচ আমাদের পেছনে রয়েছে বদর, খন্দক, তাবুকের মতো শত শত স্মৃতি। – [কবি আল মাহমুদ]

কঠিন বিপদে অথবা সফলতায়, যেকোন অবস্থায় আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ্‌! বলাই হলো খাঁটি মুমিনের অন্যতম গুণাবলী।

ইসলামিক শিক্ষামূলক উক্তি 

যে বিপদ-আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই রাহমাতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়। -[ইমাম ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ)]

ভালো মুসলিমগণ, নিজের জ্ঞানকে কাজে লাগায় এবং অন্য মুসলিম ভাইদের জ্ঞান অর্জনে সাহায্য করে।

যখন তুমি দেখবে, নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না, তখন বুঝে নেবে, এটা ইমানের দূর্বলতার কারণ। কঠোর পরিশ্রম করো নিজের ঈমানকে মজবুত করার জন্য। -[ইমাম ইবনু কুদামাহ আল মাকদিসি (রহ.)]

দুনিয়াতে কঠিন মেহনত ছাড়া কিছুই অর্জন করা যায় না। তাই আমাদের উচিত পরিশ্রমের মাধ্যমে আল্লাহর রহমতে সফলতা অর্জন করা।

ইয়া রাব্বী, জান্নাতে যেতে পারি এমন কোন আমল আমার নেই। আবার জাহান্নামে এক মুহূর্ত কাটাতে পারবো এমন শক্তিও আমার নেই।

কেউ কিছু চেয়ে খালি হাতে ফেরে না যার কাছ থেকে, তিনি হলেন দয়াময় আল্লাহ্‌।

দুনিয়া অর্জন নয়, দুনিয়া বিমুখীতাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি। – [উমার ইবনুল খাত্তাব (রা)]

“যদি কোনো ব্যক্তি আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে থাকে, তবে আপনারও তাকে পছন্দ করার কোনও যুক্তি নেই।”

নামাজের চাইতে শান্তির আর কল্যাণের কাজ এই পৃথিবীতে নেই।

আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততোই কমতে থাকবে। – [ড. বিলাল ফিলিপ্স]

যে নিজে কোনো রকম সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না।

এমন দু’টি নিয়ামত আছে, যে দু’টোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে, সুস্থতা আর অবসর। – [মুহাম্মাদ (সা)]

সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। — [আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)]

পৃথিবীর জীবনটা তিনটি দিনের– গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে; আগামীকালের দিনটিতে হয়ত আপনি না-ও পৌছতে পারেন; কিন্তু আজকের দিনটি আপনার জন্য সুতরাং যা করার আজই করে নিন। -[ইমাম আল-হাসান আল-বাসরী (রহ)]

তাওহীদ হলো সমস্ত দোয়া, সমস্ত কান্নাকাটি, সাহায্য চেয়ে সমস্ত আবেদন, সমস্ত আশা এবং সকল কল্যাণের আগমন ও সকল ক্ষতি নিবারণের জন্য প্রার্থনা অন্য কেউ নয় বরং কেবলই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। – [ইমাম মুহাম্মাদ আলী আশ-শাওকানী (আল দূর আল-নাদিদ)]

সব দুঃখের মূল হল এই দুনিয়ার প্রতি আমাদের অত্যাধিক আকর্ষণ।

রোজা সকল মানুষকে আখেরাত মুখী করে দেয়।

রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমরা অযাচিত পার্থিব সম্পদ গ্রহন করো না; কেননা, এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।

আজ আপনি যে ছেলে/মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন বিচার দিবসে সেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।

“আমাদের জীবনে করা বড় ভুলগুলো কখনও কখনও আমাদেরকে সবচেয়ে ভালো মানুষে পরিবর্তন করে দেয়।”

আল্লাহর ভয় মানুষকে অন্য সকল ভয় হতে মুক্তি দেয়।

“ঈমান না থাকলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা।”

রমজান পরস্পরের মধ্যে সামাজিক সহমর্মিতা এবং ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে।

“যে ব্যক্তি জ্ঞাতসারে তাঁর প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তিভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি।”

দারিদ্র্যের আক্রমণ থেকে আপনার নিজেকে রক্ষা করতে হবে, কেননা এর অভিশাপ মানুষকে কাফেরে পরিনত করে।

“ইয়া রাব্বী, জান্নাতে যেতে পারি এমন কোন আমল আমার নেই। আবার জাহান্নামে এক মুহূর্ত কাটাতে পারবো এমন শক্তিও আমার নেই।”

সমাপ্তি:

ইসলামের মহত্ব এবং তার অন্তর্নিহিত জ্ঞান আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আলোকিত হতে সাহায্য করে। এই সেরা ইসলামিক উক্তিগুলো আমাদের দৈনন্দিন জীবনে সঠিক পথ দেখাতে পারে এবং আল্লাহর পথে চলার অনুপ্রেরণা যোগায়। ইসলামের মূল বার্তাগুলো আমাদের অন্তরে জাগ্রত রাখলে, আমরা দুনিয়া এবং আখেরাতে সফল হতে পারবো। যদি এই উক্তিগুলো আপনাকে প্রেরণা যোগায়, তবে অন্যদের সাথেও শেয়ার করুন এবং মন্তব্যে আপনার প্রিয় উক্তি জানাতে ভুলবেন না! আরও এমন ইসলামিক বার্তা এবং উক্তি পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন।

Leave a Comment